Dinajpur News Time
মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. জেলার খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

দিনাজপুরে পুলিশের অভিযানে ৩ অপহরণকারী আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

দিনাজপুরে পুলিশের অভিযানে ৩ অপহরণকারী আটক , একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন উদ্ধার
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে পুলিশের অভিযানে তথ্যপ্রযুক্তি ব্যবহার ৩ অপহরণকারী আটক, একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন-মোঃ হারুন অর রশিদ ওরফে হারুন (২৬), মোঃ মোফাজ্জল হোসেন ওরফে শিমুল (৩২) মোছাঃ সাকিরা আক্তার পুতুল ওরফে কাজল (২৭)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী-২০২৩) বিকেলে দিনাজপুর কোতয়ালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তোকয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
তিনি জানান, গত ১৯-০২-২০২৩ তারিখ আসামী-মোঃ হারুন অর রশিদ ওরফে হারুন, মোফাজ্জল হোসেন ও সাকিরা আক্তার পুতুল ওরফে কাজল ও পলাতক আসামী তরিকুল ইসলাম ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনসহ দিনাজপুর উপশহরের পাকা রাস্তার কাছে পূর্ব পরিকল্পিতভাবে তারা একটি লাল কালো রংয়ের ১৩৫ সিসি মোটরসাইকেলের মাধ্যমে মোঃ মোবারক হোসেন (৪৭) নামে একব্যক্তিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকী প্রদান করে মোটরসাইকেলের মধ্যে জোড়পূর্বক তুলে ৮নং উপশহরের জনৈকা মৌসুমি বেগমের বাসার দি¦তীয় তলায় একটি ঘরের ভিতর নিয়ে যায়। সেখানে পূর্ব হতে অবস্থানরত অন্যান্য আসামীরা খুনের ভয় দেখিায়ে মোবারক হোসেনের নিকট পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এছাড়া তারা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ধারন করে ভিকটিম মোবারক হোসেনকে ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে মোবারক হোসেন নিজের জীবন বাঁচানোর জন্য তার স্ত্রী মোছাঃ নাজমা পারভিনের মাধ্যমে বিকাশে ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং ২০/০২/২০২৩ তারিখে বেলা অনুমান সাড়ে ১২ টার সময় ভিকটিম মোবারক হোসেনের ম্যানেজার মহুরুল হকের মাধ্যমে আরো দুই লক্ষ টাকা নিয়ে আসলে আসামীরা সুকৌশলে টাকা গ্রহন করে। একই তারিখে ভিকটিম মোবারক হোসেনের স্ত্রী নাজমা পারভিন নিরুপায় হয়ে সন্ধ্যায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ মোবাইল ফোনের মাধ্যমে দিনাজপুর কোতয়ালী থানাকে বিসয়টি অবহিত করেন।
ঘটনার পরপরই পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ঘটনা অনুসন্ধান শুরু করেন। পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম এর সমন্বয়ে নিবীড় তত্ত্বাবধানে ও নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাহ আল মামুনের নেতৃত্বে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম, এসআই (নিঃ) রেজওয়ানুল করিমসহ থানার বাছাই করা চৌকশ একটি টিম অভিযানে নামেন। অভিযানে তারা দিনাজপুর শহরের ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় চিরুনী অভিযান পরিচালনা করেন। পুলিশের টিমটি তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, আসামীরা দিনাজপুর শহরের ৮নং উপশহর এলাকায় ভিকটিমসহ আতœগোপনের করে আছেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান চিহ্নিত করে ঘটনাস্থল ৮নং উপশহরস্থ জনৈকা মৌসুমি বেগমের বাসার দ্বিতীয় তলায় একটি ঘরের ভিতর হতে পালিয়ে যাওয়ার সময় ৩ আসামীকে গ্রেফতার করে ও ভিকটিমকে উদ্ধার করা হয়। অভিযানে অপহরন কাজে ব্যবহৃত একটি বাজাজ ডিসকোভার ১৩৫সিসি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে এই অভিযানে মোঃ তরিকুল ইসলাম (২৭) নামে অভিযুক্ত একজন পালিয়ে যায়। পলাতক তরিকুল ইসলামই এই অপহরণ ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানায় পুলিশ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলার ডাক পেয়েছেন শেরপুরের মাহমুদ হাসান কিরণ

আশুলিয়া এলাকা হতে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

এইচএসসি পরীক্ষায় ফেল করায় বাগেরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শীতার্তদের পাশে বীর মুক্তিযোদ্ধা ডা.এম আমজাদ হোসেন

চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন গুরু জেমস

বিরামপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সৈয়দপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে মুসলমানের গরু জবাই করায় নুর ইসলাম নামের একজন কে আটক

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে এক ব্যক্তি নিখোঁজ