
দিনাজপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানা ও এএসআই সাদ্দাম ঘাসিপাড়া এলাকায় রফিকুলের বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তার কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুরে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
দিনাজপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ঘাসিপাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন ৪৬ বছর বয়সী রফিকুল ইসলাম ঘাসিপাড়া এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানা ও এএসআই সাদ্দাম ঘাসিপাড়া এলাকায় রফিকুলের বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তার কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে এলাকার যুব সমাজের মাঝে বিক্রি করে আসছিল। গ্রেপ্তার রফিকুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।