
গতকাল দিনাজপুরের মাতা সাগর এলাকা থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই জন (মহিলা) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩’র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, দুই জন মহিলা মাদক ব্যবসায়ী সহ কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত মাতা সাগর এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল আজ ১৮ ফেব্রুয়ারী শনিবার বিকালে দিনাজপুরের মাতাসাগর আদর্শপাড়াস্থ মাতাসাগর টু রাজবাড়ী গামী রাস্তার উপর অভিযান চালায়। এ সময় ২ জন মহিলা মাদক ব্যবসায়ীকে ৪৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত মাদক ব্যবসায়ীরা দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত সিপাহী পাড়া গ্রামের মৃত আবুল কাশেম এর স্ত্রী মোছাঃ গুলশান (৫৪) এবং একই এলাকার মোঃ মনির হোসেনের স্ত্রী মোছাঃ নুপুর (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছুদিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কৌশলে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দিনাজপুরের কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় আসামীদের হস্তান্তর করেছে।