
দিনাজপুরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসীকে জরিমানা
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুর শহরে চারুবাবুর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩টি ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (১৮ জানুয়ারী-২০২৩) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাদের ও দিনাজপুর ড্রাগ সুপারর এস এম সুলতান আরেফিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে শহরের চারুবাবুর মোড় এলাকার ঐশি ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেসার্স আফসিন ফার্মেসিকে ২ হাজার টাকা ও জনতা ফার্মেসিকে ১০ হাজার টাকা
জরিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন এসব ওষুধ জব্দ করে ভ্রাম্যমান আদালত।