
গৃহবধূকে ধর্ষণ মামলায় আইসিটি প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক আটক
দিনাজপুরের চিরিরবন্দরে এক গৃহবধূ (২৮) এর ঘরে ঢুকে ধর্ষণ করার অভিযোগে নাজমুল ইসলাম (৩০) নামের এক আইসিটি প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক ও বেসরকারী বিদ্যালয়ের শিক্ষককে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। সোমবার (১৯শে ফেব্রুয়ারি) বিকেলে এলাকাবাসীর সহযোগীয় চিরিরবন্দর উপজেলার প্রান কেন্দ্র ঘুঘুরাতলী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল ইসলাম চিরিরবন্দর উপজেলার একটি বেসরকারী স্কুলের আইসিটি শিক্ষক হিসেবে শিক্ষাকতা করেন এবং চিরিরবন্দর গ্লোবাল ভিলেজ আইসিটি ওয়ার্ল্ড নামে একটি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক।
সে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা গ্রামের আব্দুল বাকী শাহ্ এর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী উপজাতি গৃহবধূর স্বামী পূর্বে চিরিরবন্দর উপজেলায় সরকারী অফিসে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি হাকিমপুর উপজেলা কর্মরত রয়েছেন। ভুক্তভোগী গৃহবধূর সন্তানের পড়ালেখার সুবাদে চিরিরবন্দর ঘুঘুরাতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।
স্বামী সরকারী চাকরী করার সুবাদে হাকিমপুর উপজেলায় থাকতেন। মাঝে মধ্যে চিরিরবন্দর যাওয়া আসা করতেন। এই সুযোগটি কাজে লাগিয়ে আইসিটি শিক্ষক নাজমুল বিভিন্ন সময় ঐ গৃহবধুকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল ১৯ শে ফেব্রুয়ারী বিকেলে দিকে গৃহবধূর ঘরে উঠে জোরপূর্বক খাটের উপর শুয়াইয়া হাত দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।
এ সময় ধস্তাধস্তিতে মুখ থেকে হাত সরে গেলে সে ডাক চিৎকার দেয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে নাজমুলকে আটক করে পুলিশে খবর দেয়। স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, ওই গৃহবধুর স্বামী হাকিমপুর উপজেলায় থাকায় দীর্ঘদিন যাবৎ নাজমুলের সাথে পরকীয়া করে আসছিলো।
ঘটনার সময় স্থানীয়রা ওই গৃহবধুর সাথে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন, গৃহবধূর স্বামীর করা ধর্ষন মামলার পরিপ্রেক্ষিতে আইসিটি শিক্ষক নাজমুলকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।