
চিরিরবন্দরে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ
দিনাজপুরের চিরিরবন্দরে নশরতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিবির নেতা আসাদুল্লাহ আল- গালিবের বিরুদ্ধে জমি দখল, শীলনতাহানী ও চাঁদা দাবীর একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছে ভুক্তভোগী ফিরোজা খাতুন।
অভিযোগ সূত্রে জানাগেছে স্থানীয় নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর কলেজ পশ্চিম পাড়া সংলগ্ন স্বামীর পৈত্রিক সূত্রে কিসমত নশরপুর মৌজার তফশীল ভুক্ত সম্পত্তি ১৬৭৮ খতিয়ানের ৩০৪৬/৩০৪৭ দাগের ৮ শতক জমির উপরে ৪ শতক জমি আতাউর রহমান (৩৬) ও শিবির নেতা ও ইউপি সদস্য আসাদুল্লাহ হত্যার হুমকি দিয়ে ও শিবির ক্যাডারদের ব্যবহার করে বিধবা নারীর ওই জমি দীর্ঘদিন যাবত জবর দখল করে রেখেছে।
ভুক্তভোগী ফিরোজা খাতুনের সাথে কথা হলে তিনি জানান, সেই জমি থেকে আতাউর রহমানকে অন্যত্রে সরে যেতে বললে তারা দুজনেই আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। বাঁশের বসতবাড়ী তোলার ব্যাপারে ইউপি সদস্য আসাদুল্লাকে নানা অনুরোধ করার পরেও তার শিবির কর্মী দ্বারা জায়গাটিকে দখল দিয়ে রাখছে। এরি মধ্যে গত ১৮ই মে বৃহস্পতিবার সকালে স্থানীয় কিছু লোকজন নিয়ে সেখানে গেলে ইউপি সদস্য ও তার লোকজন আমার শীলনতা হানীর চেষ্টা করে ও আমাকে ও আমার লোকজনকে তার বাহীনি দিয়ে মারধর করে পাঠিয়ে দেয়। আমি একজন বিধবা নারী হয়ে তার সাথে আর পেরে উঠতে পারছিনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) রুনাল্ট চাকমা জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগটি শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।