
খানসামায় দিন দিন বাড়ছে ডলার প্রতারণার ঘটনা
আজ মঙ্গলবার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় কৈপাড়া এলাকায় ডলার প্রতারণার স্বীকার হন শেরপুর জেলার এক প্রবাসী ও তার শ্বশুর।
তাদের কাছে ৪লাখ টাকা নিয়ে ডলার না দিয়ে প্রতারকরা নাটকীয়ভাবে পুলিশ সেজে তাদের আটক করে মারপিটের পর সব কিছু নিয়ে রাস্তায় রেখে চলে যায়।
পরে তাদের উদ্ধার করে ছাত্রলীগের নেতারা আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ এর কাছে নিয়ে আসলে তিনি সবকিছু শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠান।