
খানসামায় অবৈধ ৪ ইট ভাটায় অভিযান পরিচালনা করে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সরকারী অনুমোদন ছাড়া ভাটায় ইট তৈরী ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কি.মি এর মধ্যে ভাটা স্থাপন এবং সরকারী নির্দেশনার কম সাইজে ইট তৈরী করার অপরাধে কুমড়িয়া মন্ডলের বাজার এলাকার টু-স্টার বিক্সস ও এমএমকে বিক্সসকে দেড় লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা এবং পুলহাট এলাকার আরএটি-১ ও আরএটি-২ নামে দুই ইট ভাটাকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলেরহাট ও ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় টু স্টার ব্রিক্সকে দেড় লক্ষ, এমএমকে ব্রিক্সকে দেড় লক্ষ এবং আর আরএটি-১ও২ ব্রিক্সকে চার লক্ষ টাকা। মোট সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগামীতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।